আরও কঠোর শাস্তি পাবেন সাকিব!

একই ভুল আবারও করলে সামনের দিনগুলোতে সাকিব-সহ ক্রিকেটাররা আরও কঠোর শাস্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার রাত পৌন ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

গত বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার সময় আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাকিবের নতুন এ্রই বিতর্ক নিয়ে বিসিবির সভাপতি বলেন, ‘সাকিবের গতকালের বিষয়টি আমার জানা নেই। এটা আমি দেখবো, আসলে কি হয়েছে।’

সাকিবকে উদ্দেশ্য করে বিসিবি সভাপতি বলেন, ‘কেউ ‍যদি নিজেকে ভালো সাজানোর জন্য একটি ম্যাচে ভালো ব্যাবহার দেখায়, তাতে কিন্তু সে ভালো হবে না। নতুন করে এমন কিছু করলে, তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে।’

পাপন আরও বলেন, ‌‌‌’আমরা যেমন সাকিবকে শাস্তি দিয়েছি, তেমনি অন্য কেউ এ ভুল করলে তাকেও শাস্তি দিতে পারবো। সাকিব আগেও শাস্তি পেয়েছিল। ফের একই (অসদাচরণ) ভুল করার পরও বড় ধরণের শাস্তি থেকে বেঁচে গেছে। সাকিব কেন, যেই এ ধরণের ভুল করবে তার জন্যও কঠোর শাস্তি অপেক্ষা করছে। দলের ভালোর জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।’

এছাড়া বিসিবি সভাপতি বলেন, ‘আসলে এ সমস্যা সাকিবের একার নয়। আরও অনেকের মধ্যেই এ সমস্য আছে। সাকিব ফের ভুল করায় আমরা বোর্ডের সকলের সিদ্ধান্তেই শাস্তি দিয়েছিলাম। যেটা সাকিবের একার জন্য নয়। দলের সেরা খেলোয়াড় হিসেবে তাকে দিয়ে অন্যদের শিক্ষা দিতে চেয়েছি। সাকিবের ওই শাস্তির পর দলের অনেক পরিবর্তন এসেছে।’

সাকিবের শাস্তির আগের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘এর আগে দলের মধ্যে জুনিয়র খেলোয়াড়রা সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলতে পারতো না। তবে সে সব সমস্যা কাটিয়ে দলের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাকিবকে নিয়ে যা ভেবে ছিলাম সেটা ভুল। আসলে সে ভালো মানুষ। ও নিজেই তার পরিবর্তন এনেছে। এটা আরও আগে করতে পারলে সাকিবেরই ভালো হতো। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে বিদেশে খেলার ব্যাপারে এই মুহুর্তে থেকেই তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছি।’



মন্তব্য চালু নেই