আম্মাকে ফেরাতে যিশুর মত ক্রুশবিদ্ধ হলেন ভক্ত

তামিলনাডুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে তার ভক্তরা আম্মা বলে ডাকে। দুর্নীতির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা করেন বেঙ্গালুরুর বিচারিক আদালত। এ রায়ের ফলে মুখ্যমন্ত্রীর পদ হারান তিনি। তাঁর ঠাঁই হয় বেঙ্গালুরুর পরাপ্পনা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে। দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যথাযথভাবে দেয়ার শর্তে ২১ দিন কারাভাগোর পর সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন। জয়ললিতার জেল হওয়ার পর তামিলানড়ুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়, শপথ নিতে গিয়ে মন্ত্রীরা কেঁদে ফেলেন।

‘আম্মাকে’ আবারও মুখ্যমন্ত্রী পদে ফেরাতে সোমবার ক্রুশবিদ্ধ হয়েছিলেন জয়ললিতার এক ভক্ত। শিহান হুসাইনি নামের ওই ভক্ত কারাতে চর্চা করেন। বার্তা সংস্থা ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হুসাইনি তাঁর হাত ও পায়ের মধ্যে পেরেক পুঁতে কাঠের মধ্যে ঝুলছেন। তাঁর গায়ে ছিল আম্মা লেখা সাদা গেঞ্জি। টানা ছয় মিনিট তিনি ক্রুশে ঝুলে ছিলেন। জয়ার এই অন্ধ ভক্তকে সাহায্য করার জন্য অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই