আমি যা পারিনি তাই করে দেখালেন হাসিনা : এরশাদ

যারা স্থল সীমান্ত বিল নিয়ে বিরোধীতা করেছিল তাদের মুখে ছাই পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মোহাম্মদ এরশাদ। ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাতে সংসদে আনিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে এরশাদ বলেন, ‘আমি যা চেষ্টা করে পারিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র এক বছরে তা করে দেখিয়েছেন। এ চুক্তির মাধ্যমে অসাধ্য সাধন হয়েছে। যে মানুষগুলো বছরের পর বছর ধরে অভিভাবকহীন ছিল, শিক্ষা-স্বাস্থ্যসহ সব ধরনের সেবা বঞ্চিত ছিল তারা এখন অভিভাবক পেয়েছে। ঠিকানা খুঁজে পেয়েছে।’

তিস্তা চুক্তিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই তিস্তার বুকে আর গরুর গাড়ি চলবে না। কলকল-ছলছল পানি বইবে। পাড়ের মানুষগুলো আবার স্বস্তি ফিরে পাবে।’



মন্তব্য চালু নেই