‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি’ (ভিডিও)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের এক শ্রদ্ধাজ্ঞাপন ভিডিওতে বলেছেন ‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি।’

ভাষা শহীদদের স্মরণে প্রথমেই বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বলা হয়েছে ‘অমর একুশে’। এরপর আরও ছয়টি দেশের ছয়টি ভাষায় একইভাবে ‘অমর একুশে’ উচ্চারণ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত মার্কিন নাগরিকরা।

1454431744_p-12

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের এক শ্রদ্ধাজ্ঞাপন ভিডিওতে এমনটি দেখা গেছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে।

একুশের সকালে ভিডিওটি স্যোশাল মিডিয়াতে শেয়ার করা হয়। দূতাবাসে কর্মরত ছয় ভাষাভাষীদের দিয়ে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। ভিডিওটির মন্তব্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



মন্তব্য চালু নেই