‘আমি আমার ৫০ ভাগও দিতে পারিনি’

ইনজুরি কাটিয়ে ওঠার পর ফেরার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকেই(বিপিএল) টার্গেট করেছিলেন। ফিরেছেনও টুর্নামেন্টের শুরু থেকেই। নিজের চেনা ছন্দে খেলা হয়নি। বোলারের কাছে যেটা সবচেয়ে মূল্যবান সেই উইকেট মিলেছে মাত্র চারটি। সব মিলিয়ে বিপিএলের তৃতীয় আসরের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ।

তার মতে সামর্থ্যের ৫০ ভাগও তিনি দিতে পারেননি। তবে এসব ব্যথায় কাতর হয়ে বসে নেই তিনি। সব ক্রিকেটাররা ছুটিতে থাকলেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ডানহাতি এই পেসার। খুঁজে ফিরছেন হারানো ছন্দ।

বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বিরক্তই। বলছেন, ‘আমি আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নই। কারণ আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। কিন্তু আমি আমার ৫০ ভাগও দিতে পারিনি। আমি এর থেকে অনেক ভালো বোলিং করি। আমার যেটা মনে হয়েছে একটু বাঁধা ছিল। কারণ সবাই তো বিপিএলের আগে যথেষ্ট অনুশীলন করেছে। কিন্তু আমি ইনজুরি থেকে উঠেই এই বড় টুর্নামেন্টটা খেলতে এসেছি।’

তাই বসে না থেকে প্রায় প্রতিদিনই মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন তাসকিন। নিজের সামর্থ্যকে যাচাই করতে বুধবার অনূর্ধ্ব-১৯ দলের সাথে একটি অনুশীলন ম্যাচও খেলবেন তিনি। একইসাথে মিশন এবার ভুল শোধরানোর, ‘যেটা হয়েছে হয়েছে। ওই ভুলগুলো শোধরানোর জন্য এখন অনেক অনুশীলন করছি। এখন বিশ্রাম হলেও আমি আমার বোলিং অনুশীলনটা করছি। নিজের সামর্থ্য পরিষ্কার করতে অনূর্ধ্ব-১৯ এর সাথে একটি অনুশীলন ম্যাচও খেলব আগামীকাল।’

এবারের বিপিএলে সবার নজর ছিল। বেশ কয়েকজন বোলার ভালো করেছেন এই আসরে। সেদিক থেকে দেখলে তাসকিনের অবস্থাটা এখন কেমন? বাংলাদেশ পেসার একটু অন্যভাবে উত্তর দিলেন, ‘সব পেস বোলাররা এখন ভালো করছে। প্রতিযোগিতা এখন অনেক বেশি। প্রতিযোগিতা বেশি থাকলেই ভালো। এটা থাকলে সব খেলোয়াড়ের কঠর পরিশ্রমের পরিমাণও বাড়াতে হয়।’



মন্তব্য চালু নেই