আমিরের টিপস মাথায় রেখেছেন তাসকিন

এক সময় ব্যাটসম্যানদের কাছে ছিলেন ত্রাস। ২২ গজে বাউন্স, কাটার আর সুইংয়ের ভেল্কিতে রাজত্ব করতেন মোহাম্মদ আমির। ফিক্সিং কান্ডে জড়িয়ে মাঝে ক্রিকেট থেকে পাঁচ বছর নির্বাসিত ছিলেন পাকিস্তানি এই পেসার। বিপিএল দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। ফিরেই বল হাতে জাদু ছড়িয়েছেন।

চিটাগং ভাইকিংসের হয়ে ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। পাকিস্তানি এই পেসারের কাঁধে কাঁধ মিলিয়ে বোলিং করেছেন বাংলাদেশের তাসকিন আহমেদও। কথা হয়েছে বোলিং নিয়ে। পেয়েছেন টিপসও। আর সেসব মাথায় রেখেছেন বাংলাদেশের তরুণ এই পেসার। এসব টিপস ভবিষ্যতে কাজে দেবে বলেই বিশ্বাস তাসকিনের।

আমিরের সাথে একই দলে খেলেছেন। পুরো টুর্নামেন্টে তাকে কেমন দেখলেন? তাসকিন বলছেন, ‘সে অসাধারণ একজন বোলার। কারণ এতোদিন পরে এসেও খুব ভালো ক্যামব্যাক করেছে। তার সাথে বেশ গল্প করেছি বোলিংয়ের ব্যাপার নিয়ে। কিছু কিছু বলেছে অনুশীলনের ধরণ যে কিভাবে করলে ভালো হয়। এগুলো মাথায় আছে।’

কোনো টিপস পেয়েছেন কি না জানতে চাইলে বাংলাদেশ পেসার বলেন, ‘হ্যাঁ, দিয়েছে। তবে টিপস পেলেই যে বোলিংয়ের উন্নতি হয়ে যাবে এটা ভুল। অনুশীলন নিজেকেই করতে হবে। তো ওদের উপদেশ অবশ্যই কাজে লাগবে। ওসব আমার মাথায় আছে। সেই সাথে আমি আমার নিজের কাজটা করে যাব। আশা করছি সবকিছু আবার ঠিক হয়ে যাবে এবং পুরো ছন্দে ফিরে আসব খুব দ্রুতই।’



মন্তব্য চালু নেই