আমিনুলের শতক: ৪০০ রানে ইনিংস ঘোষণা

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪০০ রান করেছে জুনিয়র টাইগাররা। অধিনায়ক আমিনুল ইসলামের অনবদ্য শতক ও রাতুল, সজিবুল ও মোর্তজাদের ব্যাটে ভর করে সফরকারীদের বিপক্ষে ১ম ইনিংসে ৮ উইকেটে ৪০০ রান তোলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭।

বুধবার সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক আমিনুল। উদ্বোধনী জুটি সুবিধা করতে না পারলেও রাতুল-সজিব প্রতিরোধ গড়ে তোলেন।

দলের ৯১ রানে সজিবুল ইসলাম ফিরে গেলে উইকেটে আসেন অধিনায়ক আমিনুল। রাতুলের সঙ্গে নিয়ে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৮৫ রানে ব্যক্তিগত ৮৪ রানে রোহিত মণ্ডলের বলে বিদায় নেন রাতুল। এরপর শামিম পাটোয়ারিকে নিয়ে গড়েন আরো একটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন আমিনুল। ২৪৭ রানে শামিম ফিরে যান ব্যক্তিগত ৩৫ রান করে। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে দিনটা শেষ করেন দলনেতা আমিনুল ইসলাম। দিনশেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৬৪।

দ্বিতীয় দিনের শুরুতে মাহমুদুল হাসান রান আউটের শিকার হন। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোর্তজা আহমেদকে নিয়ে নিজের শতক পূর্ণ করেন আমিনুল। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত জুটি অবিচ্ছিন্ন থেকে ৫ উইকেটে ৩৩৮ রান করেন।

লাঞ্চের পর ঝড়ো গতিতে রান নিতে থাকে আমিনুল-মোর্তজা। ১২২ রান করে ত্রিবিত রায়ের বলে আউট হন দলনায়ক। এরপর দ্রুত দুটি উইকেট হারালে দলীয় ৪০০ রানে ৮ম উইকেটের পতনের পর ইনিংস ঘোষণা করেন আমিনুল। মোর্তজা আহমেদ অপরাজিত থাকেন ৫৫ রানে।

বাংলাদেশের হয়ে আমিনুলের ১২২ রানের নান্দনিক ইনিংসের পাশাপাশি রাতুল ৮৪, সজিবুল ৪১, শামিম ৩৫ ও মোর্তজা আহমেদ করেন ৫৫ রান।

সিএবি-র পক্ষে রোহিত মণ্ডল ৩টি ও সৌভিক, দেবারান, ত্রিবিট ও কৌশিক নেন ১টি করে উইকেট।

সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিনদিনের ম্যাচ খেলবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দল।



মন্তব্য চালু নেই