আমিও চাই লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক : আনিসুল

সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড শুনতে ভাল লাগে। আমিও চাই লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক।’

রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে নির্বাচনী প্রচারণা শেষে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না বলে কেউ কেউ অভিযোগ তুলছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বরেন তিনি।

আনিসুল হক বলেন, ‘সবাই প্রচারণায় সমান সুযোগ পাচ্ছে। সবাই প্রচারণা করছে। এখন প্রচারণায় উৎসব পরিবেশ বিরাজ করছে।’

তিনি বলেন, ‘বস্তিতে অনেক সমস্যা রয়েছে। বস্তিতে গ্যাস, পানি ও বিদ্যুৎ নেই। এ সব সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। আমি নির্বাচিত হলে বস্তির গ্যাস, পানি ও টয়লেট সমস্যা সমাধানসহ উন্নয়ন করব।’

রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে মঙ্গলবার সকাল ৮টায় প্রচারণা শুরু করেন এই মেয়র প্রার্থী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আইয়ের বর্ষবরণ উৎসবে অংশ নেন তিনি। সেখান থেকে গুলশানের কড়াইল বস্তির এরশাদ স্কুল মাঠে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আনিসুল হকের স্ত্রী রুবানা হক, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার।



মন্তব্য চালু নেই