আমার সেনাবাহিনী প্রয়োজন নেই, জনগণই আমার সেনাবাহিনী

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকালে তিনি নিউমার্কেট কাঁচা বাজারে গণসংযোগ ও পথসভা করেন।

এলাকাবাসীর উদ্দেশে সাঈদ খোকন তখন বলেন, ‘আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। বাবা আপনাদের জন্য কাজ করে গেছেন। আমিও আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করবো। আপনাদের এলাকার ও নগর উন্নয়নের জন্য জীবন বিলি দিয়ে আপনাদের পাশে থাকবো।’

তিনি বলেন, ‘নগর পিতা নয়, আপনাদের সন্তান হিসেবে কাজ করবো। একটি বিশ্বমানের নগর গড়ে তুলবো।’

সেনাবাহিনী মোতায়েন তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনের বিষয়। আমি প্রার্থী। এ বিষয়ে কী বলবো? তবে জনগণের সঙ্গেই আমার সম্পর্ক। জনগণই আমার সেনাবাহিনী। আমার সেনাবাহিনীর দরকার নেই।’

খোকন বলেন, ‘নির্বাচিত হলে আমি প্রথমদিন থেকেই কাজ শুরু করতে পারবো। কারণ আমার নামে কোনো মামলা নেই।’

এদিকে সাঈদ খোকন বিকেলে মেরাদীয়া, খিলগাঁওয়ে গণসংযোগ ও পথসভা করবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই