আমার জন্য দোয়া করবেন : মায়া

সাংবাদিকদের কাছে দোয়া চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার বিকেল ৪টায় নিজ দপ্তরে নারায়ণগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরি, সরি। আমার জন্য দোয়া করবেন।’

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারেক সাঈদসহ র‌্যাবে কর্মরত সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অফিসে কয়েকজন সাংবাদিক ঢুকলে তিনি সবাইকে বসতে বলেন। তাদের চা ও বিস্কুট খেতে অনুরোধ করেন। পরে জিজ্ঞাসা করেন, ‘আপনারা কী জানতে চান?’

সাংবাদিকরা নারায়ণগঞ্জে সাত খুনের প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘সরি, সরি, সরি। আমার জন্য দোয়া করবেন।’ পরে একটু নিচু স্বরে বলেন, ‘আপনারা অনেক শিক্ষিত, কীসব প্রশ্ন করেন!’

মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আপনারা তো দেখছেন আমার শরীরের কী অবস্থা, তার পরও আমি সচিবালয়ে এসেছি।’

এর মধ্যে তার ফোনটি বেজে ওঠে। ফোন ধরে কিছু কথা বলেন। এরপরে চেয়ার থেকে উঠে পায়চারি করেন। আবার এসে চেয়ারে বসেন। হঠাৎ বলে ওঠেন, ‘হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে।’ এর ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘তোমরা রাগ কোরো না। বিস্কুট খাও, চা খাও।’ তিনি নিজেও একটি বিস্কুট খেতে শুরু করেন এবং জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি একটু জাঁকজমকভাবে পালন করতে চান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনার প্রেক্ষাপটে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।



মন্তব্য চালু নেই