আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই

যুব সমাজকে প্রাপ্য সম্মান ও তাদের কাজের যথাপোযুক্ত মূল্যায়নে দ্বিধা করা উচিত নয় বলে মনে করেন বলিউড তারকা সালমান খান।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই মন্তব্য করে তিনি বলেছেন, পুরস্কার ব্যাপারটিই সব নয়। আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই।
অভিনয় জীবনে দর্শকদের মন জয় করার পাশাপাশি দেশি-বিদেশি অনেক পুরস্কারই জিতেছেন বলিউডের এই ‘ব্যাচেলর গুরু’।
জি সিনে অ্যাওয়ার্ডে অংশ নিয়ে শনিবার নানা বিষয়ে মন্তব্য করেন সালমান। এক পর্যায়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, যখন কেউ পুরস্কার পান, আমি তখন খুব আনন্দিত হই। এছাড়া আমার জীবনে পুরস্কারের আলাদা কেনো গুরুত্ব নেই।
সালমান বলেন, তবে, হ্যাঁ। এ ধরনের পুরস্কার অনুষ্ঠানের আয়োজন আমি খুব উপভোগ করি। এখানে বলিউডের সবাই একসঙ্গে হতে পারেন। ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত এমন অনেক বন্ধুর সঙ্গেও এ ধরনের অনুষ্ঠানে সাক্ষাতের সুযোগ তৈরি হয়।
নিজের পুরস্কারের বিষয়ে এই তারকা বলেন, আমি পুরস্কারের জন্য মনোনীত হতে চাই না। ২৫ বছর যাবত এখানে আছি। এখন সময় এসেছে, তরুণদের পুরস্কার নেওয়ার। তাদেরও সুযোগ দেওয়া উচিত।
বলিউডি দাবাং খান বলেন, আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পরি। কিন্তু মনে করি, তরুণদেরই পুরস্কার পাওয়া উচিত। তাদেরকে উৎসাহিত করতে হবে।



মন্তব্য চালু নেই