আমারও ইচ্ছে হয় জাতির জনকের কবর জিয়ারত করি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর প্রথম জিয়ারত করেছি। আমার এখনও ইচ্ছা হয় জাতির জনকের কবরে পুষ্পস্তবক অর্পণ করি। কিন্তু তিনি তো আমার জনক নন, তিনি আওয়ামী লীগের জনক।’ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে সার্বজনীন করার দাবিও জানান।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এরআগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, ‘আমি সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছি। ১৯৯১ সালে আওয়ামী লীগের সাথে একসাথে সংসদ থেকে পদত্যাগ করেছি। আমরা যুগপত আন্দোলন করে অত্যাচারি বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছি। ১৯৯৬ সালে সমর্থন দিয়ে ২১ বছর পর আপনাদের ক্ষমতায় এনেছি। ২০০৬ সাথে মহাজোট গঠন করে ২০০৮ সালে আপনাদের বিশাল জয় এনে দিয়ে দিয়েছি। সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম।’ আওয়ামী লীগের সঙ্গে জাতীয়পার্টির নীতি-আদর্শে পার্থক্য আছে, কিন্তু দেশ ও জাতির কল্যাণে এক ও অভিন্ন বলেও দাবি করেন তিনি।



মন্তব্য চালু নেই