আমান-সোহেলের বিচার শুরু, ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ

পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের বিচার শুরু হয়েছে। আগামী ১১ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদেশে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। এসময় পুলিশের ওপর চড়াও হয় তারা।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দানের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। বিমানবন্দর থানার তৎকালীন এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মন্তব্য চালু নেই