‘আমাদের লক্ষ্য ৫ দিন মাঠে থাকা’

চট্টগ্রাম টেস্টের মত ঢাকা টেস্টেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ দিন মাঠে থেকে লড়াই করতে চায় বাংলাদেশ।

পাঁচদিন মাঠে থাকার পরিকল্পনা নিয়েই ঢাকায় মাঠে নামবে বাংলাদেশ। দলপতি মুশফিকুর রহিম বুধবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

মুশফিকুর রহিমের ভাষ্য, ‘এটা পাঁচদিনের খেলা। আমাদের লক্ষ্য পাঁচদিন মাঠে থাকা। পুরো পাঁচদিনই আমাদের ধারাবাহিকতা ধরে রেখে খেলতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ও সুযোগও। আমরা যেহেতু এক নম্বর দলের বিপক্ষে খেলছি, সুযোগটা আসলে সেখানেই। তাদের বিপক্ষে জেতাটা অনেক বড় অর্জন হবে।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, ‘দলের ব্যাটসম্যান কিংবা বোলার সবারই লক্ষ্য থাকে যত বেশি দলের প্রয়োজনে অবদান রাখা। শেষ কয়েকটা টেস্ট হয়তো আমি যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। স্বাভাবিক ভাবেই এটা সবার জন্যই হতাশার। ব্যক্তিগত ভাবেও আমি হতাশ।’

মুশফিক আরো বলেন, ‘আমার দল ভাল খেলছে। এটা এক দিক থেকে স্বস্তিদায়ক। আমি খারাপ খেললেও দল ভাল খেলছে এই জায়গাতে কিছুটা স্বস্তি পাচ্ছি। আশা করব, নিজে যেন দলের জন্য শতভাগ দিতে পারি। যদি কোনো সুযোগ আসে তাহলে নিজের ইনিংস যেন বড় করতে পারি। যেটা দলের জন্য লাভ হবে।’



মন্তব্য চালু নেই