আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : মীর মোস্তাক আহমেদ রবি

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সোনার বাংলাদেশ। দীর্ঘ ৯মাস যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। কে হিন্দু কে মুসলিম এটা কোন বিষয় নয়। আমাদের পরিচয় একটাই আমরা সবাই মানুষ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কিন্তু মনে রাখতে হবে যার ধর্ম তার। কিন্তু দেশটা সবার। ৭১-এর পরাজিতরা আবার মাথা উচু করে দাড়াবার চেষ্টা করছে। দেশে আগুন জালিয়ে মানুষ মারছে। আমাদের সবাই একত্রিত হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। অল্প সময়ের ভিতরে আমরা আগুন নিভিয়ে দিব। এজন্য আপনাদের সহযোগীতা দরকার।

শনিবার বেলা ১২টার সময় সদর উপজেলাধীন ঝাউডাঙ্গার ২শতাধিক বছর আগের পুরাতন শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির পুণঃ নির্মাণোত্তর শুভ উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সুবোল চন্দ্র দাস। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, থানা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আব্দুল সাদী, সাবেক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কোহিনুর ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুুখ।

উল্লেখ্য, মন্দিরের ফলক উন্মোচন করে শুভ উদ্ভোধন ঘোষনা করেন সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুধাংশ শিখর সরকার।



মন্তব্য চালু নেই