হঠাৎ বিএনপির সঙ্গে কূটনীতিকদের বৈঠক

আমাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল : খালেদা

সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমে শান্তিনগরে এক পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সোমবার তাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল। সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘জনজোয়ার দেখে সরকার উন্মাদ হয়ে গেছে।’

মঙ্গলবার রাত ৮টার কিছু আগে শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে এক পথসভায় এসব কথা বলেন বেগম জিয়া। মঙ্গলবার তিনি চতুর্থদিনের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌননিপীড়নের ঘটনার জন্য বেগম জিয়া সরাসরি দায়ী করেছেন ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে।

সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আশুলিয়ায় আজ (মঙ্গলবার) ব্যাংক ডাকাতিতে যে ছয়জন মারা গেছেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত? এ ঘটনার সঙ্গেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়িত।’

পথসভায় মির্জা আব্বাসের পক্ষে ভোটও চান খালেদা। তিনি বলেন, ‘যদি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ঢাকা চান তবে মির্জা আব্বাসকে ভোট দেন।’

শান্তিনগরে পথসভা শেষ করে বেগম জিয়া চলে যান পল্টনে পলওয়েল মার্কেটের সামনে। সেখানে পথসভায় তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নেই, সেখানে সরকারি মদতে সন্ত্রাস চলে।’

নির্বাচনী প্রচারণায় বের হয়ে আগের দুই দিন বেগম জিয়াকে সরকার সমর্থকদের বাধার মুখে পড়ার পর মঙ্গলবার ফের তাঁর গাড়িবহরে হামলা চালায় বেশ কয়েকজন। তবে এসময় বিএনপির কর্মী-সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে।
সোমবার কাওরান বাজারে তার গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে। এতে তার নিরাপত্তারক্ষীসহ বেশ কজন আহত হন। তার আগের দিন রোববার উত্তরায় নর্থ টাওয়ারের সামনে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বাধায় খালেদাকে বহনকারী গাড়িটিকে ঘুরে অন্য পথেও যেতে হয়েছিল।

সোমবারের ওই হামলার ঘটনার জন্য বুধবার ঢাকা-চট্টগ্রাম বাদে সারাদেশে হরতালও ডেকেছে বিএনপি। সিটি নির্বাচনের জন্য ঢাকা-চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

হঠাৎ বিএনপির সঙ্গে কূটনীতিকদের বৈঠক



মন্তব্য চালু নেই