আমাকে ভুল বুঝবেন না: গভর্নর

রিজার্ভের টাকা খোয়ার যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দেশবাসীর কাছে অনুরোধ করেছেন, তারা যেন তাকে ভুল না বোঝেন।

মঙ্গলবার তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় দেশের স্বার্থের জন্য কাজ করেছি। দেশের ভালো ছাড়া মন্দ কখনও ভাবিনি। দেশবাসীর কাছে আমার অনুরোধ তারা যেন আমাকে ভুল না বোঝেন।’

ড. আতাউর বলেন, ‘আমি এ দেশের মাটির মানুষ। আমি সাত বছর ধরে গভর্নরের দায়িত্ব পালন করে আসছি। এ সময় আমি চেষ্টা করছি দেশের ব্যাংকি খাতকে এগিয়ে নিতে। আমি সাধারণ মানুষ এমনকী পথশিশুদের ব্যাংকি সুবিধার মধ্যে নিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সব সময় দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার কাজে তার পরামর্শ অনুসারে কাজ করেছি।’

এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে গভর্নর বলেন, ‘আমি সারাজীবন সততার সঙ্গে চলেছি। নিজের বাড়ি বিক্রি করে সন্তানদের পড়াশুনা করিয়েছি।’

সম্প্রতি দেশের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার খোয়ার যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।



মন্তব্য চালু নেই