আমরা মিয়ানমার নই : পাকিস্তান

মিয়ানমারের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের দুটি ক্যাম্পে গোপন অভিযান চালানোর পর ভারতকে শাসিয়ে পাকিস্তান হুঁশিয়ার করল, ‘আমরা মিয়ানমার নই।’

এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাথোর বলেন, মিয়ানমারের অভিযান প্রতিবেশী পাকিস্তানের জন্য একটি বার্তা। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে পাকিস্তানেও মিয়ানমারের মতো অভিযান চালানো হতে পারে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিছার আলি খান বলেছেন, ‘পাকিস্তান মিয়ানমার নয়। মিয়ানমারের মতো পাকিস্তানে অভিযান চালানোর কথা চিন্তা করা উচিত হবে না ভারতের।’

মিয়ানমারে ভারতীয় কমান্ডোদের সফল অভিযান উদযাপন করার সময় বুধবার রাজ্যবর্ধন রাথোর বলেন, এটি প্রতিবেশীদের জন্য একটি সংকেত।

মন্ত্রী রাথোরের এই কথার পুনরাবৃত্তি করে ভারতের কয়েকটি মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা মুম্বাই হামলার মতো কোনো হামলার পরিকল্পনা করলে, পাকিস্তানেও মিয়ানমারের মতো অভিযান চালানো হবে।

ভারতীয় কমান্ডোরা মিয়ানমারে ঢুকে বিচ্ছিনতাবাদী সন্ত্রাসীদের দুটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে কয়েকজনকে হত্যা করেছে। অভিযানের মাঝপথে মিয়ানমারকে এ সম্পর্কে জানানো হয়।

পাকিস্তানের মন্ত্রী নিছার আলি খান বলেছেন, ‘কোনো খারাপ ইচ্ছা নিয়ে পাকিস্তানে অ্যাডভেঞ্চার চালানো হলে আমাদের সেনা বাহিনী তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রস্তত আছে।’

নিছার আলি খান আরো বলেন, ‘লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন ও সীমান্তে উসকানি দেওয়া ভারতের মন্ত্রীদের রুটিন কাজে পরিণত হয়েছে। অন্যান্য দিনের মতোই ভারতীয় মন্ত্রীদের বিবৃতিতে শঙ্কিত হবে না পাকিস্তান… ভারতের জানা উচিত পাকিস্তান শান্তি চায়, কিন্তু তাদের আধিপত্য মেনে নেবে না। এ নিয়ে ভারতকে ‘‘দিবাস্বপ্ন’’ বন্ধ করা উচিত।’

এদিকে মিয়ানমার সরকার তাদের ভূভাগে ভারতীয় কমান্ডোদের অভিযানে বিচ্ছিন্নতাবাদী হত্যার বিষয়টি অস্বীকার করেছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।



মন্তব্য চালু নেই