আমরা মালয়েশিয়া প্রবাসী : আমাদের দুঃখ কেউ বোঝেনা

সারাটা দিন গায়ে খেটে মাথার ঘাম পায় ফেলে উপার্জন করি আমরা। মাস শেষে যে বেতন পায় তা দিয়ে কোনো রকম সংসার চলে। অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করে আমরা বিদেশের মাটিতে এসেছি। বুক ভরা আশা আর চোখ জোড়া স্বপ্ন ছিল আমাদের।

কিন্তু বড় কষ্ট লাগে যখন আমরা চরম প্রতারণা ও হয়রানির শিকার হয়ে থাকি। তারপরও বুকভরা আশা নিয়ে আমরা ভিসা ফি দেই এজেন্টদের কাছে। যে ভিসা ফির মূল্য ১৮৫০ রিংগিত। কিন্তু আমাদের কাছ  থেকে নেওয়া হচ্ছে ৪৫০০ বিংগিত। তবুও বাধ্য হয়ে মেনে নিচ্ছি। কারণ প্রতিবাদ করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কিন্তু এতো কিছুর পরেও আমরা ভিসা পাইনা।

দিনের পর দিন, মাসের পর মাস চলে যায় কিন্তু আমাদের ভিসা লেগে আসে না। অবৈধভাবে কাজ করতে হয় ভিসার আশায়। এদিকে চারপাশে পুলিশের চাপ বাসা থেকে বের হতে পারি না।

আমরা প্রবাসে অনেক কষ্টে দিন কাটাইতেছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত আমাদের একটা ব্যবস্থা করেন। দেরি হলে হয়তো আমাদের লাশও যাবে না বাংলাদেশে।



মন্তব্য চালু নেই