আমরা নই, মুক্তিযোদ্ধারাই ‘রিয়েল হিরো’ : মাশরাফি

মাশরাফির বিন মর্তুজার অধীনে বাংলাদেশ ক্রিকেট তার সেরা সময় পার করছে। গত বছরের শেষ দিকে দ্বিতীয় বারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই মাশরাফিময় টাইগার শিবির।

ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেই হয়েছিল শুরু। এরপর বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স। বিশ্বকাপের পর ঘরের মাঠে তিন ক্রিকেট পরশক্তির বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাশরাফি অ্যান্ড কোং।

ক্রিকেটে সেরা সময় পার করায় অনেকেই মাশরাফি বাহিনীকে বীরের মর্যাদা দিচ্ছেন। অনেকেই আবেগে গা ভাসিয়ে মাশরাফিদের ‘মুক্তিযোদ্ধাদের’ সঙ্গে তুলনা করছেন। পৃথিবীর বুকে মাশরাফিরাই নতুন করে বাংলাদেশকে চেনাচ্ছে বলে ক্রিকেট প্রেমীরা নানা রঙে নানা রূপে মাশরাফিদের দেখছেন। যা মাশরাফির কান পর্যন্ত পৌঁছেছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা করায় মাশরাফি কিছুটা বিব্রত! তাই নিজের অফিসিয়াল ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি।

index

টাইগার দলপতি স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা নয়, মুক্তিযোদ্ধারই বাংলাদেশের রিয়েল হিরো।’ শুক্রবার সকাল ১১টার পর মাশরাফি বিন মর্তুজার স্ট্যাটাসে লেখেন, ‘আজকে কিছু বিভ্রান্তি দূর করতে চাই। আমাদের কাজ শুধু মানুষকে বিনোদন দেওয়া। আমরা হিরো নই, মুক্তিযোদ্ধারাই রিয়েল হিরো। আমরা জাতির জন্যে কোনো আত্মত্যাগ করতে পারিনি। যেটা মুক্তিযোদ্ধারা করেছেন। আমাকে ভুল বুঝবেন না, ক্রিকেটই সব নয়। আমরা শুধু জাতিকে আনন্দ দেওয়ার উপলক্ষ্য তৈরি করে দেইমাত্র।’



মন্তব্য চালু নেই