আমরা গৃহপালিত হলে তোমরা কী করেছ : বিএনপিকে রওশন

জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলায় নাম উল্লেখ না করে বিএনপির সমালোচনা করেছেন রওশান এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নে কাজ করছে। কিন্তু বিএনপি বিরোধী দল থাকাকালে সংসদে আসেনি, জনগণের কথা বলেনি।

রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে এ কথা বলেন রওশন এরশাদ। দেশের উন্নয়নে জাতীয় পার্টি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং সেটা চালিয়ে যাওয়া হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। তার এই অবস্থায় জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের মর্যাদা পেয়ে যায়। দলের কো চেয়ারম্যান রওশন এরশাদ নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা।

আবার বিরোধী দলে থাকলেও জাতীয় পার্টির তিনজন সদস্য মন্ত্রিসভাতেও আছেন। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। মন্ত্রিসভা থেকে দলের নেতারা সরে যাবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাধিকবার এই ঘোষণা দিলেও তার বাস্তবায়ন হয়নি।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নানা সময় জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে আসছে। এসব সমালোচনাকে ভালোভাবে নিচ্ছেন না জাপা নেত্রী রওশন এরশাদ। বিএনপিকে উদ্দেশ্য করে রওশন এরশাদ বলেন, ‘তারা আবার অনেক আজেবাজে কথা বলছে। বলা হচ্ছে আমরা গৃহপালিত বিরোধী দল। আমরা গৃহপালিত বিরোধী দল হলে তোমরা কী করেছ? তোমরা তো সংসদে যাওনি, জনগণের কথা বলোনি। জনগণের ভালে চাওনি। আমরা এখন জনগণের জন্য সাহায্য সহযোগিতা করছি।’

রওশন এরশাদ বলেন, ‘দেশের জন্য, জনগণের জন্য যেটা ভালো, সেটা আমরা করবো এবং সেটাই আমরা করছি।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা প্রত্যেকে যদি মিলেমিশে থাকি, এবং মিলেমিশে উন্নয়নের জন্য এগিয়ে যাই… মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য কাজ করছেন দিন রাত ২৪ ঘণ্টা, সারাক্ষণ দেশের জন্য ভাবছেন, এই রকম যদি হয়, তাহলে দেশ তো এগুবেই ইনশাআল্লাহ, আরও এগুবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, সাহায্য-সহযোগিতা অবশ্যই দেবো।’

সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশের জন্য, জনগণের যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, কোনো সময় আমরা একমত পোষণ করি না। এটা আমাদের পলিটিক্যাল বিশেষত্ব, এটা আমাদেরকে ছাড়তে হবে। একসঙ্গে বসে মিলেমিশে কথা বলতে হবে এবং জনগণ ও দেশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে। আমার মনে হয়, যে কোনো বিষয়ে যদি আমরা একমত পোষণ করি, এখন যেমন আমরা বিরোধী দলে আছি, সব চলছে, দেশ চলছে, কোথাও উন্নয়ন ব্যহত হচ্ছে না।’

রওশন এরশাদ বলেন, ‘কোনো দল যখন ক্ষমতায় আসে, বিরোধী দল দখন একটা না একটা সমস্যা করতে থাকে আর তার সরকারি দল তার বিরুদ্ধে লেগে থাকে. তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে।… এতে উন্নয়ন ব্যাঘাত ঘটে।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিরও সমালোচনা করেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘প্রত্যেক দেশে নির্বাচন হয় পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। আমাদের দেশে নির্বাচন চাই আমরা কেয়ারটেকারের মাধ্যমে। আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না। আমরা যদি একজন আরেকজনকে বিশ্বাস না করি, তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করে ভোট দেবে কী করে।’

বর্তমান সরকারেরও ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের জন্য বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। আমরাও সরকারকে সাহায্য-সহযোগিতা করে কাজ করতে চাই। আমাদের উদ্দেশ্য আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা।’



মন্তব্য চালু নেই