‘আমরা কি তবে মুস্তাফিজকে কিডন্যাপ করব?’

হোয়াইটওয়াশ এড়ানোর পথে ভারতের সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। তাই তৃতীয় ম্যাচের আগে মুস্তাফিজ-রহস্যের সমাধান খুঁজছে ভারত। শেষ ওয়ানডে ম্যাচের আগের দিন অতিথি দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রবিচন্দ্রন অশ্বিন মজা করে বলেই ফেললেন, মুস্তাফিজকে কি ‘অপহরণ’ করব?

এটা যে শুধুই কথার কথা নয়, তা বোঝা গেল তার পরের কথাতেই, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট। সেক্ষেত্রে এখানে মোকাবেলার কোনো ব্যাপার নেই। মানে বলতে চাচ্ছি আমরা কি করব? তাকে অপহরণ করব? না, আমাদের নামতে হবে এবং ভাল এবং নিখুঁত ক্রিকেট খেলতে হবে। সেই সঙ্গে চেষ্টা করে নিশ্চিত করতে হবে যে আমরা তাকে অকার্যকর (মুস্তাফিজ) করতে পারব।’

মাত্র দুটি ম্যাচে ১১ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারকে মাটিতে নামিয়ে আনা ‘মুস্তাফিজ’ ধাঁধাঁর উত্তরটা খুজছে সফরকারীরা। এ বিষয়ে অশ্বিন বলেন, ‘সে(মুস্তাফিজ) খুব ভাল বোলার। আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না সে কী করেছে, এমনকি সম্মানটা কেড়ে নিতে পারবেন না।’

মুস্তাফিজের জন্য আগামী দিনগুলো চ্যালেঞ্জকর হবে বলে জানান এই ভারতীয় স্পিনার। তিনি বলেন, ‘ওর পারফরম্যান্সে আমি খুব খুশি। কিন্ত আমি মনে করি এখান থেকেই তার জন্য চ্যালেঞ্জ শুরু হলো। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটা যে কারও চেয়ে ভাল করে জানি। এখন মানুষ মুস্তাফিজের নৈপুণ্য দেখার জন্য আসবে।’



মন্তব্য চালু নেই