আব্বাস-সোহেলের নেতৃত্বে শক্তিশালী হবে ঢাকা বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মির্জা আব্বাস-সোহেলের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগরী বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। দেশে বিরাজমান সঙ্কটের মধ্যেই বিএনপি নিজেদের গোছাতে চেষ্টা করছে। তাই গতকাল ঢাকা মহানগরীর কমিটি দেয়া হয়েছে।’
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ভিক্টোরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলেই সাধারণ মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়। এ সরকারের কারণেই দেশের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে। এজন্য দেশে কোনো বিনিয়োগ নেই। ফলে কর্মসংস্থান কমে যাচ্ছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে নস্যাৎ এবং ব্যক্তি ও দলীয় ক্ষমতাকে পাকাপোক্ত করতে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাসীন দল ৫ জানুয়ারির নির্বাচন করেছে। এ নির্বাচন দেশে ও দেশের বাইরে কোথাও গ্রহণযোগ্যতা পাইনি।’
মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু করলে লুটপাটের বেশি সুযোগ পাওয়া যাবে না। তাই তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।



মন্তব্য চালু নেই