আব্বাসের সামনেই দুই পক্ষে হাতাহাতি

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সামনেই মোহাম্মদপুর থানা বিএনপির দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে মৃদৃ সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে আব্বাসের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে মহানগর বিএনপির পুনর্গঠনের অংশ হিসেবে মোহাম্মদপুর বিএনপির নেতাদের নিয়ে বৈঠকে বসেন মির্জা আব্বাস। এ সময় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উপস্থিত নেতাকর্মীরা। মির্জা আব্বাসের সামনেই একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে মির্জা আব্বাসের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে আবারো কমিটি সংক্রান্ত এ বৈঠকটি শুরু হয়।
উল্লেখ্য, এর আগেও কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন গয়েশ্বর চন্দ্র রায়, ‘দৌড়’ সালাউদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু সাঈদ খান খোকন।



মন্তব্য চালু নেই