আবুধাবি যাচ্ছে সৌর বিমান

সৌর বিদ্যুৎ চালিত উড়োজাহাজ সোলার ইমপালস-২ স্পেনের সেভাইল থেকে মিসরের কায়রোর উদ্দেশে যাত্রা শুরু করেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে এ উড্ডয়ন। বিমাটির গন্তব্য আবুধাবি।

আবুধাবিতে পৌঁছে বিশ্বভ্রমণ শেষ করার আগে কায়রোতেই এর শেষ যাত্রাবিরতি হবে।

সোলার ইমপালস-২ টানা ৫০ ঘণ্টা উড়ে ভূমধ্যসাগর পাড়ি দেবে। স্পেন থেকে কায়রো যাওয়ার পথে উড়োজাহাজটি আলজেরিয়া, তিউনিসিয়া, ইতালি ও গ্রিসের আকাশ পাড়ি দেবে। বুধবার এটির কায়রোয় অবতরণের কথা।

সোলার ইমপালস-২ গত বছরের ৯ মার্চ আবুধাবি থেকে তার বিশ্বভ্রমণ শুরু করে। ৩৫,৪০০ কিলোমিটারের এ পথ পাড়ি দিতে দুই পাইলটের ওপর পালাক্রমে পরিচালনার দায়িত্ব পড়েছে।



মন্তব্য চালু নেই