আবারো ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প!

৩ দিনের মাথায় বুধবার ইকুয়েডরের উপকুলীয় এলাকায় ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে খবর প্রচার করছে রয়েটার্স।

এর আগে গত ১৭ এপ্রিল ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৫’শ জন মানুষ নিহতের ঘটনা ঘটেছে।

বুধবারের ভূমিকম্পটি উৎপত্তিস্থল উপকুলীয় শহর মধ্য গুয়েস থেকে ৭০ কিলমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ১০কিলমিটার গভীরে বলে জানিয়েছে দেশটির সুনামি সেন্টার প্যাসিফিক সুনামি ওয়ারনিং সেন্টার।



মন্তব্য চালু নেই