আবারো দীর্ঘ ছুটির ফাঁদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সাফাত জামিল শুভ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আবারো দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পবিত্র আশুরা,শারদীয় দূর্গাপূজা এবং ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২রা অক্টোবর (রবিবার) থেকে ১৩রা আক্টোবর (বৃহঃস্পতিবার) পর্যন্ত পবিত্র আশুরা ও দূর্গাপূজার ছুটি এবং ১৬ অক্টোবর (রবিবার) থেকে ৩১ অক্টোবর (সোমবার) পর্যন্ত ভর্তি পরীক্ষার ছুটি।

রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ২০১৪, ২০১৫ সালে অনেক কার্যদিবসে অচল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্ন বিভাগের সৃষ্টি হয় সেশনজট।বিগত রমজান ও ঈদুল আযহা’র বন্ধ শেষে আবারো দীর্ঘ ছুটিতে সেশনজট সৃষ্টির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো বিভাগে বিশেষ পরীক্ষা থাকলে স্ব-স্ব বিভাগের চেয়ারম্যান চাইলে তা নিতে পারবেন।১৬ থেকে ৩১ সকল ক্লাস স্থগিত করা হয়েছে, শুধুমাত্র পূর্ব নির্ধারিত পরীক্ষা চলবে।



মন্তব্য চালু নেই