আবারো আফগানিস্তান যাচ্ছে ব্রিটিশ সেনা

ফিরিয়ে আনার এক বছরের মাথায় আবারো আফগানিস্তানে পাঠানো হচ্ছে ব্রিটিশ সেনা। দেশটিতে কর্তব্যরত ন্যাটো ও আফগান সেনাদের সহায়তা করতেই তাদের পাঠানো হচ্ছে বলে জানায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এবার তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না বলেও জানায় তারা। সেনাদের দায়িত্ব থাকবে অনেকটা উপদেষ্টার মতো।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ পুনরুদ্ধারের জন্য ৩০ জনের শক্তিশালী সেনাদল পাঠানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সাময়িকী দ্য টাইমস।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, ন্যাটোকে সহায়তা করার বর্তমান মিশনের অংশ হিসেবেই আফগানিস্তানে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যু্ক্তরাজ্য। তবে তাদের কাজ হবে সেখানে কর্তব্যরত সেনাসদস্যদের নির্দেশনা দেয়া।

এর আগে গতবছর আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুদ্ধ থামানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। সেই ধারাবাহিকতায় ফিরিয়ে আনা হয় সেনাসদস্যদের।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট



মন্তব্য চালু নেই