আবারও কমল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারেও সোনার দাম আবার কমেছে। প্রতি ভরিতে মানভেদে এক হাজার ৫৪০ টাকা থেকে এক হাজার ২২৫ টাকা পর্যন্ত সোনার দাম কমেছে।

নতুন মূল্য বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। গত ৯ মার্চও সোনার দাম কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ৯৮২ টাকায়। গত ৯ মার্চ নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৫২১ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৫৩৯ টাকা।

পরিবর্তিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৪২২ টাকার বদলে ৪০ হাজার ৮৮২ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৫৪০ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৪ হাজার ২৩৪ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এক্ষেত্রে কমেছে এক হাজার ৫৩৯ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৪ হাজার ৮৬ টাকার বদলে এখন তা ২২ হাজার ৮৬১ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। এখন প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা। প্রতি ভরিতে ৫৯ টাকা কমে তা বিক্রি হবে ৯৯১ টাকায়।



মন্তব্য চালু নেই