আবারও আকাশে অগ্নিশিখা !

পৃথিবী খুব শীঘ্রই এর শেষ দেখতে যাচ্ছে, এরকম বিভিন্ন খবর আজকাল অহরহ দেখা যায়। তবে বিজ্ঞানীদের ধারণাও কিন্তু সেরকম ই। তাদের মতেও পৃথিবী এর শেষ চরণে চলে এসেছে। বর্তমান জলবায়ু ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ দুর্যোগ মূলত সেদিকেই নিয়ে যাচ্ছে।

বিভিন্ন সময় প্রকৃতি নিজের আপন খেলায় মেতে উঠে। সেই খেলায় মানুষ কখনও হাসে, কখনও বা সব হারিয়ে কাঁদে। ইডেনবার্গের আকাশে এবার ভেঁসে উঠেছে আগুনের লাল আভা।

টম ফসটার নামের একজন ২৫ বছর বয়সী ফটোগ্রাফার আবহাওয়ার মাঝে অনেক পরিবর্তন দেখে তার ক্যামেরা নিয়ে বাহিরে যান। তিনি এই অগ্নিকুণ্ডের ছবি খুব সুন্দর করে ক্যাপচার করেন। মাঘ হতে তৈরি এই বিরল দৃশ্য তিনি হারাতে দিতে চায়নি। তাই ক্যামেরার সু-ব্যবস্থা করে নিলেন।

তারপর এই ছবি ফেসবুকে পোস্ট করার পর তা নিয়ে মানুষের মাঝে বিভিন্ন কৌতূহলের সৃষ্টি হয়। আসলে আকাশের এই চিত্রে কোন দৃশ্য ফুটে উঠেছে তা নিয়ে এখনও চলছে গবেষণা।–সুত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই