আফগানিস্তান ছাড়াল শেষ ব্রিটিশ বাহিনী

দীর্ঘ ১৩ বছর পরে অভিযান শেষে আফগানিস্তানে তালিবান বিরোধী অভিযানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল ব্রিটেন। নিজেদের হাতে থাকা একমাত্র সেনা ছাউনিটিও রবিবার আফগান বাহিনীর হাতে তুলে দিয়েছে ব্রিটিশ সেনা।

এদিকে, ব্রিটেনের পাশাপাশি এদিন আফগানিস্তানের মাটি থেকে তাঁবু গুটিয়ে নিয়েছে ‘ইউএস মেরিন’ বাহিনী। মার্কিন সেনার এই এলিট বাহিনীর শেষ ঘাঁটিটি রবিবার বন্ধ করে দেওয়া হল।

রবিবার এক বিদায়ী অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানের হেলমন্ড প্রদেশের ব্রিটিশ সেনা শিবির ‘ব্যাস্টন’ এবং মার্কিন সেনা শিবির ‘লেদারনেক’ থেকে সংশ্লিষ্ট দেশের পতাকা নামিয়ে আফগানিস্তানের পতাকা উত্তোলন করা হয়। বিশাল এই দুই ছাউনির চাবি তুলে দেওয়া হয়েছে আফগানিস্তানের হাতে। সেই সঙ্গেই দেশের উদ্দেশ্যে রওনা হয় বিদেশি বাহিনী।

চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। এই সিদ্ধান্ত অনুসারে এই সেনা ছাউনিগুলি বন্ধ করে দেওয়া হল।



মন্তব্য চালু নেই