আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৯ হাজার ৮শ মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভায় ওবামা জানিয়েছেন, আফগানিস্তানে নতুন করে তালেবানদের হামলার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ওবামা জানিয়েছিলেন, তার লক্ষ্য হচ্ছে মার্কিন দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত সেনাদের ছাড়া বাকিদের ২০১৬ সালের মধ্যে দেশে ফিরিয়ে নেওয়া হবে ।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আফগানিস্তানের কাবুল, বাগরাম, জালালাবাদ এবং কান্দাহা অন্তত সাড়ে ৫ হাজার মার্কিন সেনা অবস্থান করবে।

ওবামা জানিয়েছেন, অবিরাম যুদ্ধের ধারণাকে তিনি সমর্থন করেন না। তিনি আরো জানিয়েছেন, আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদার মত সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর অবস্থানের কারণে দেশটিকে বসবাসের জন্য নিরাপদ বলে ব্যবহারের অনুমতি দেয় না যুক্তরাষ্ট্র।



মন্তব্য চালু নেই