আফগানিস্তানে ঢুকে পাকিস্তানী সেনার অভিযান শুরু

আফগানিস্তানের ভেতর ঢুকে জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করল পাকিস্তান। আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের জঙ্গিদমন আক্রমণের ঘটনা এই প্রথম। পাকিস্তানের লাল শাহবাজ কালান্দারে সুফি প্রার্থনাসভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যুর ঘটনার শোধ নিতেই আফগানিস্তানের জঙ্গিঘাঁটিতে বোমা হামলা শুরু করেছে ইসলামাবাদ।

পাক সেনা সূত্রে খবর, লাল শাহবাজ কালান্দারে হামলার সঙ্গে আফগানিস্তানের জঙ্গিদের একটি যোগসূত্র পাওয়া গিয়েছে। তাই এই আক্রমণ। যদিও বৃহস্পতিবার রাতে ঘটনার পরেই দায় স্বীকার করে আইএস। সিন্ধ প্রদেশে বোমাবাজির পরেই পাকিস্তান দাবি করে, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। আফগানিস্তানের জঙ্গিরাই হামলা চালিয়েছে।

তবে এদিনের ঘটনার জেরে, কাবুল–ইসলামাবাদ সম্পর্কের তিক্ততা অন্য মাত্রা নেবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। পাক সেনা সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই আফগান জঙ্গিঘাঁটিগুলিতে অভিযান শুরু করে পাকিস্তান। পাক মিডিয়া জানিয়েছে, পাক–আফগান সীমান্তের কাছে জামাত–উল–আহরারের জঙ্গিঘাঁটিই মূল লক্ষ্য ছিল পাকিস্তানের। ইসলামাবাদের দাবি, এখনও পর্যন্ত তাদের হামলায় ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই