আফগানিস্তানের প্রথম সামরিক মহিলা পাইলট

আফগানিস্তানের প্রথম মহিলা ফিক্সড উইং এয়ার ফোর্স কমান্ডার নিলুফার রেহমানি। সহজ অর্থে আফগানিস্তানের প্রথম সামরিক মহিলা পাইলট তিনি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক ঘাঁটিতে বিমানে চালকের আসনে নিলুফার।

১৯৯২-এ জন্ম নিলুফারের।

pailot1

দীর্ঘকাল ধরেই আফগানিস্তানে যুদ্ধের দামামা কখনই থামেনি।

বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আমেরিকায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে জড়িয়ে গিয়েছে আফগানিস্তান। আর তাতে নিলুফারের মতো বৈমানিকের চাহিদা বাড়ছেই।



মন্তব্য চালু নেই