আফগানিস্তানের কাবুলে স্পেন দূতাবাসে গাড়িবোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। আত্মঘাতি গাড়িবোমা হামলার পর সেখানে গোলাগুলি হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্পেন দূতাবাসের অবস্থান কাবুলের কেন্দ্রস্থলে শেরপুর এলাকায় ।

দূতাবাসে হামলার খবর নিশ্চিত করেছে কাবুলের পুলিশ। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় সাত বিদ্রোহী অংশ নেয়। বিস্ফোরণের পর দুটি বাড়িতে আগুন ধরে যায়। পুলিশ আরো জানায়, হামলাকারীরা সম্ভবত লুকিয়ে আছে। তারা সব দিকের রাস্তা ব্লক করে তল্লাশি চালাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ‘দূতাবাসে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

বিবিসি’র খবরে বলা হয়, তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, দূতাবাসের বাইরে গাড়িবোমা হামলা চালানোর পর তাদের যোদ্ধারা ভিতরে প্রবেশ করেছে।

স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়, সে দেশের প্রেসিডেন্ট মারিয়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে। সামরিক জোট ন্যাটো জানায়, ন্যাটোর অধীনে স্পেনের নয় সেনা সদস্য আফগানিস্তানে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনও বন্দুকযুদ্ধ চলছে। বিকট এক বিস্ফোরণের পর গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানান তারা। ফ্রিল্যান্স সাংবাদিক বিলাল সারওয়ারি জানিয়েছেন, হামলার পর স্পেনের দুই কুটনীতিক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যান।

কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলার পর এ ঘটনা ঘটল। মঙ্গলবারের ওই হামলায় নিহত হয় অন্তত ৫০ জন ।



মন্তব্য চালু নেই