আপনি কি নিজেকে সুন্দর বলে মনে করেন? তাহলে আপনার ভিতর আছে এই লক্ষণ…

আয়নার সামনে দাঁড়িয়ে কি নিজের সঙ্গে তেড়ে কম্পিটিশনে নেমে পড়েন? ‘‘কে বেশি সুন্দর’’-গোত্রের প্রশ্ন করেন আয়নাকে? রূপের দেমাকে আপনার পা মাটিতে পড়ে না?

হতে পারে আপনি সুন্দর। আয়নায় দাঁড়িয়ে যাঁকে দেখছেন, তিনি আসলে অন্য কেউ নন। আপনিই।

এইবারে আসা যাক আসল কথায়। বিজ্ঞানীরা বলছেন, যাঁরা নিজেদের সুন্দর বলতে পারেন, তাঁরা আদতে চূড়ান্ত আত্মবিশ্বাসী হন। আত্মবিশ্বাসের একটি চরম পর্যায়ে না-পৌঁছলে নিজেকে সুন্দর বলে মনে করা সম্ভব নয় বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।

এখানেই দাঁড়ি পড়ছে না। ‘‘বডি ইমেজ’’ পত্রিকায় যে গবেষণা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, ৬ শতাংশ পুরুষ এবং ৯ শতাংশ মহিলা নিজেদের চেহারা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট। ওজন নিয়ে ১৫ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ মহিলা নিজেদের উপর বিরক্ত। অন্যদিকে ২৮ শতাংশ পুরুষ এবং ২৬ শতাংশ মহিলা নিজেদের চেহারা নিয়ে সন্তুষ্ট। কেউ কেউ বেশ খুশি।

গবেষকরা বলছেন, ‘‘এই ট্রেন্ড থেকে পরিষ্কার যে, আমি কেমন দেখতে এই ব্যাপারটা বেশিরভাগ মানুষের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তবে এ-ও ঠিক যে, সৌন্দর্য নিয়ে নিজস্ব চিন্তাভাবনা যদি আত্মবিশ্বাসের মাপকাঠি হয়, তা হলে মহিলারা কিন্তু পুরুষদের তুলনায় পিছিয়েই রয়েছেন।’’



মন্তব্য চালু নেই