আপনার বাড়ি কি ব্যস্ত রাস্তার খুব কাছে? তাহলে সাবধান!

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধে নানা রোগ। যা ওষুধে খানিক হলেও কাবু করা যায়। কিন্তু, এমন কিছু আসুখ রয়েছে যেখানে ওষুধও কাজ করে না।

স্মৃতিশক্তি এমনই এক বিড়ম্বনা, যা বয়সের ভারে আবছা হতে হতে কেমন মিলিয়ে যায়। কিন্তু গবেষণা বলছে, অ্যালঝাইমারস বা ডিমেনশিয়ার অন্তর্গত অন্যান্য এই ধরনের মাথার অসুখের কারণ শুধুমাত্র বয়স নয়।
অন্টারিয়োর জনস্বাস্থ্য দফতরের প্রধান বৈজ্ঞানিক হং চেনের বক্তব্য অনুযায়ী, বাতাসের দূষণ ও খুব বেশি ট্রাফিকের আওয়াজের কারণেও মস্তিষ্কে সমস্যা দেখা দিচ্ছে। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত, অন্টারিও-তে এক গবেষণা চালানো হয়েছিল ২০ থেকে ৮৫ বছরের মানুষের মধ্যে।

গবেষণায় প্রায় ৬.৬ মিলিয়ন অংশগ্রাহণকারীদের মধ্যে ২৪৩৬১১ জনের ডিমেনশিয়া ধরা পড়ে। তথ্যের আরও চুলচেরা বিচার করে জানা যায়, যাঁদের এই অসুখ ধরা পড়েছে, তাঁদের বেশিরভাগই থাকেন গাড়ি-রাস্তার খুব কাছে। ট্রাফিকের আওয়াজই তাদের অসুস্থতার মূল কারণ। তার সঙ্গে রয়েছে ডিজেল ইঞ্জিনের থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড ও ধূলিকণা।

বাকি প্রায় ৩১,৫৭৭ জন ছিলেন পারকিনসনস ও ৯,২৪৭ ছিলেন মাল্টিপল সিরোসিস ডিজিজের রোগী।



মন্তব্য চালু নেই