হাজী সেলিমকে স্পিকার

আপনার পদত্যাগপত্র কোথায়?

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হওয়া এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ নিয়ে ধোয়াশার ‍তৈরি করেছিলেন দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।

‘স্পিকারের জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা হয়নি’- এমন দাবির পরিপ্রেক্ষিতে হাজী সেলিমের প্রতি স্পিকার প্রশ্ন ছুড়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনার পদত্যাগপত্রটি কোথায়?’

জাতীয় সংসদ ভবনে সোমবার প্রশ্নোত্তর পর্বে হাজী সেলিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এমন প্রশ্ন করেন।

দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলেও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে না পারায় তা সম্ভব হয়নি বলে দাবি করে আসছেন হাজী মো. সেলিম। আর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ইচ্ছা থাকলেও স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেননি বলেও গণমাধ্যমের কাছে দাবি করে আসছেন স্বতন্ত্র এ সংসদ সদস্য।

সর্বশেষ সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে শিক্ষামন্ত্রীর প্রতি এক সম্পূরক প্রশ্ন করার শুরুতে হাজী সেলিম স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘হায়রে কপাল মন্দ, আপনি থাকতে আমার মেয়র পদটি বন্ধ। আপনি যদি আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতেন তাহলে আমি দক্ষিণের মেয়র পদে নির্বাচন করতে পারতাম।’

হাজী সেলিমের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাজী সেলিমের উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনার পদত্যাগপত্রটি কোথায়?’

প্রতুত্তরে হাজী সেলিম বলেন, ‘আপনি তো সেটা গ্রহণ করেননি। সেটা তো আরেকজন ছিড়ে ফেলেছে।’

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) সংসদের পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে হাজী সেলিম বলেন, ‘মেয়র নির্বাচন করার জন্য আগামী দুয়েক দিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো। সংসদ থেকে পদত্যাগ করার আগে পুরুষ নির্যাতন প্রতিরোধে একটা আইন প্রণয়নের দাবি তুলে রাখতে চাই। আজ এটা দাবিতে পরিণত হয়েছে।’

এরপর হাজী সেলিম স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে বলেন, ‘স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ না করায় তার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না।’

সোমবার সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘যদি একজন সংসদ সদস্য পদত্যাগ করতে চান, তাহলে তাকে পদত্যাগে বাঁধা দেওয়ার আমি কে? আমার কি অধিকার আছে কাউকে পদত্যাগে বাঁধা দেওয়ার। আমার প্রশ্ন, উনি (সেলিম) গণমাধ্যমকে যে বললেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করিনি, তাহলে আমার প্রশ্ন তার পদত্যাগপত্রটি কোথায়?’

স্পিকার বলেন, ‘এটা সত্য, উনি মেয়র নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং এ ব্যাপারে আমার অফিসে কয়েকবার এসেছেন পরামর্শ করতে। তখন আমি তাকে আমার কলিগ হিসেবে পরামর্শ দিয়েছিলাম, সংসদ সদস্য পদ মেয়র পদের চাইতে বেশি সম্মানের। তাই তাকে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে বলেছিলাম। কিন্তু আমি তার পদত্যাগপত্র গ্রহণ করিনি, এটা সত্য নয়। উনি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন।’



মন্তব্য চালু নেই