আন্দোলন ছাড়া স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আসবে না : ডা. জাফরুল্লাহ চৌধুরী

আন্দোলন ছাড়া আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাস্থ্য আন্দোলন আয়োজিত ‘ জনগণের স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি: প্রসঙ্গ বাজেট ও স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সরকার যদি জনগণের হত তাহলে ওষুধের জন্য কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হত না। দেশেই তৈরি হত।’

ওষুধ কোম্পানিগুলো প্রতিদিন ওষুধের দাম বাড়াচ্ছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওষুধের দাম বাড়ালে ওষুধ নকল হয়, ফলে ঝুঁকি থাকে। অনেক সময় ভেতরে ওষুধের বদলে আটাও দিয়ে রাখে।’

হেলথ অ্যান্ড হোপ স্পেসালাইজড হাসপাতালের প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘দেশের মানুষকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখার জন্য যা দরকার তা হচ্ছে স্বাস্থ্য সেবা। অথচ স্বাস্থ্য সেবা এদেশে এখনো পণ্য।’

বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের অধিকার না বাণিজ্য এটি সরকারকে স্পষ্ট করতে হবে। অধিকার হলে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

স্বাস্থ্য বাণিজ্য বন্ধে বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি করার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিকতাও নিশ্চিত করতে হবে। হাসপাতাল থেকে দালালদের নির্মূল করতে হবে। সরকারি ডাক্তারদের বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস বন্ধ করতে হবে।’

উন্নয়ন ধারা ট্রাস্টের মেম্বার সেক্রেটারি আমিনুর রসুলের সভাপতিত্বে এ সময় আরো আলোচনা করেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, ডাব্লিউ বিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই