আন্দোলনের হুমকি দিয়ে পালিয়েছেন ফখরুল : মায়া

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে পালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘ঈদের পর আজ তিন তারিখ চলে গেলেও আন্দোলনের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর একজন তো (মির্জা ফকরুল ইসলাম) হুমকি দিয়েই চলে গেছেন বিদেশে। কী আন্দোলন হবে বলেন তো ?’

ঈদ শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের ঈদ পূণর্মিলন অনুষ্ঠানে রোববার এ কথা বলেন তিনি।

মায়া বলেন, ‘আন্দোলনের নামে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যান।’

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘অনেক করেছেন এবার থামেন। পাপ কাজ করে কোনো লাভ হবে না। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করবেন না। এখনও সময় আছে শুধরে যান। ভালো হয়ে জনগণের জন্য কাজ করেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন।’

এ সময় মায়া বলেন, ‘আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।’



মন্তব্য চালু নেই