আন্দামানে আটক ৭২৭ অভিবাসী মংডুতে

আন্দামান সাগর থেকে আটক ৭২৭ অভিবাসীকে টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের মংডুতে আনা হয়েছে।

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) চিঠির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রাসেল ছিদ্দিকী।

তিনি বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে জানান, ৭২৭ জন অভিবাসীকে নিয়ে মিয়ানমারে আটক ট্রলারটি মংডু শহরে অবস্থান করছে। এসব অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছি কি না সে ধরনের তালিকা এখনো বিজিবির কাছে পৌঁছাইনি। মিয়ানমারে আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্দামান সাগর থেকে ৭২৭ অভিবাসীকে আটক করেছিল মিয়ানমারের নৌ বাহিনী। তারা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে আসছে। ইতোমধ্যে সাগর থেকে আরো ২০৮ জনকে আটক করে মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকায় রাখা হয়েছে। যা বাংলাদেশের ঘুমধুম সীমান্ত এলাকা বরাবর।



মন্তব্য চালু নেই