আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জর্ডানে যাচ্ছেন ভোলার সন্তান সোলাইমান

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন ভোলার সন্তান হাফেজ সোলায়মান হাওলাদার (১৫)। ভোলায় জন্ম নেওয়া হাফেজ সোলায়মানের বাবার নাম মো. আলমগীর হাওলাদার। সে যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ মাদ্রাসার ছাত্র।

গত শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় দুই শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে জর্ডান যাওয়ার টিকিট লাভ করেন সোলায়মান।

জর্ডানের রাজধানী আম্মানে ৬৫টি দেশের প্রতিযোগীদের নিয়ে ২৫ জুন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। উল্লেখ্য সোলাইমান ২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৪র্থ স্থান লাভ করেন।



মন্তব্য চালু নেই