আন্তঃমন্ত্রণালয় ভিডিও সম্মেলনের সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়

আন্তঃমন্ত্রণালয় ভিডিও সম্মেলনের সূচনা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা থেকে তথ্যসচিব মরতুজা আহমদ কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও সম্মেলন করেন। সময় বাঁচাতে ভার্চুয়াল সম্মেলন আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে তথ্য মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাসহ তথ্যসচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এসএম হারুন অর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

দেশে কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত তথ্য জনগণের কাছে, বিশেষ করে কৃষকের কাছে পৌঁছার বিষয়ে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য মন্ত্রণালয়ের সব সংস্থার জোরদার ভূমিকার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।

কৃষিক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলো ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরার বিষয়েও আলোচনা করেন কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই