আনিসুল ৪৫৫০৩, তাবিথ ৩৩১৫৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৫০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নির্বাচন প্রত্যাখ্যান করা তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৫৬ ভোট।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে ফল ঘোষণা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এখানে মেয়র পদে ১৬ জন, ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮১ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৮৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটির নির্বাচন হয়েছিল। ওই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। ২০১১ সালের ৩০ নভেম্বর ডিসিসিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে ভাগ করা হয়। দীর্ঘ এক যুগের পর নির্বাচন অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই