আধুনিক মেয়েদের মন জয় করার ৬টি টিপস

মানুষের মন জয় করতে কতদিন লাগে? এ নিয়ে এখনো পর্যন্ত হয়তো কোনো গবেষণা হয়নি। তবে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করলে জয় করে নিতে পারেন মানুষের মন-

১. চোখে চোখ রেখে কথা বলতে চেষ্টা করুন। এতে সংকোচ দূর হবে। অাপনাকে দেখাবে আরো আত্মবিশ্বাসী।

২. পরিচিত হোন। ছোট্ট করে হাই, হ্যালো বলে শুরু করতে পারেন।

৩. যার সাথে যোগাযোগ বজায় রেখে চলছেন, তার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে এবং অনুভূতির জায়গা খেয়াল রেখে চলুন।

৪. এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টু্ইটার সবাই ব্যবহার করে। যার সাথে পরিচিতি বাড়াতে চাচ্ছেন, সে কী বিষয়ে লাইক, কমেন্ট করছে তা খেয়াল করুন। তাতে আগামীকাল এসব বিষয় নিয়ে অাপনি কিছুক্ষণ কথা বলতে পারবেন।

৫. তার রুচি অনুযায়ী ফেসবুকে ইভেন্ট ইনভাইট পাঠাতে পারেন। তবে তা যেন তার রুচির সঙ্গে মানানসই হয়।

৬. যার সাথে পরিচিত হতে চাচ্ছেন, সে যখন নিজ থেকে আপনাকে ডাকবে, আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। প্রথম দেখা করতে যাওয়ার সময়, একটি সুন্দর পোশাক পড়তে পারেন। গায়ে একটু পারফিউম দিতে পারেন।

৬. একটু সময় নিন, দম নিন।

সবশেষে ইতিবাচক হন, আশাবাদী থাকুন। ভাল কিছুই অাপনার জন্য অপেক্ষা করছে।



মন্তব্য চালু নেই