আদিবাসীরা যেন মাতৃভাষায় পড়তে পারে

‘আদিবাসী শিশুদের প্রথম শ্রেণি থেকেই বাড়িতে মাতৃভাষাসহ, বাংলা ও ইংরেজিতে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এতে তাদের ওপর পড়ছে মাত্রাতিরিক্ত চাপ। এ কারণে আদিবাসী শিশুদের অনেকেই প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগেই ঝরে পড়ছে। তাই তাদের প্রাথমিক শিক্ষা শুধুমাত্র মাতৃভাষায় হওয়া উচিত।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের প্রগতি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।

মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আসন্ন ৬৪তম বার্ষিকীকে সমানে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা চার দাবি তোলেন।

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন, আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও মাতৃভাষার মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত, উচ্চশিক্ষা ও গবেষণা পর্যায়ে, বিচার ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থায় বাংলা ভাষার প্রচলন এবং জাতীয় অনুবাদ সংস্থা গঠন ও বাংলা একাডেমিকে অধিকতর সক্ষম করাসহ শিক্ষার সর্বস্তরে পাঠ্যপুস্তক, পাঠ্যসূচিসহ শিখন উপকরণ বাংলা ভাষায় প্রচলন নিশ্চিত করার দাবি জানান তারা।

সেমিনারে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার। অভিসন্ধর্ভ পাঠ করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা গবেষক তপন কুমার দাশ এবং সাবেক ছাত্রনেতা ও শিক্ষা গবেষক ড. মুস্তাফিজুর রহমান।

জিলানী শুভ বলেন, ‘সর্বস্তরে বাংলার প্রচলন করলে বাংলা ভাষার ক্ষমতায়ন ঘটবে। শিক্ষার মাধ্যমে হিসেবে সাধারণের ভাষা জনগণকে চক্ষুম্মান করবে। জনগণ চক্ষুষ্মান হলে শ্রেণিস্বার্থ রক্ষা করা দুরহ হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘পুঁজিবাদী আসল ব্যাধি। এর বিরুদ্ধে লড়াই চাই। চাই পাল্টা দীক্ষার। দীক্ষাটি অতি অবশ্যই সমাজতান্ত্রিক। প্লেটো কথিত সেই বিখ্যাত গুহার ভেতর থেকে উন্মুক্ত সূর্যালোকে বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে বাংলা ভাষার মুক্তির সংগ্রাম আজও চলমান।’

সুমন মারমা বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির শান্তিচুক্তির সময়ও আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।’

অন্যান্য ছাত্র সংগঠনের তরফ থেকে আলোচনা করেন গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু)-এর টনি ম্যাথিউ চিরান, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের নেতা গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবালুর কবির।



মন্তব্য চালু নেই