আদালতে মৃত ব্যক্তির জবানবন্দি!

আদালতে পুলিশের বিরুদ্ধে জবানবন্দি দিলেন মৃত এক ব্যক্তি! এমন ঘটনাই ঘটেছে ভারতের মাদ্রাজের এক আদালতে।

এক জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় মাদ্রাজ হাইকোর্ট রিপোর্ট তলব করল পুলিশের কাছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে আইজি র‍্যাংকের এক কর্মকর্তাকে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে আদালত।

কলকাতা২৪-এর এক প্রতিবেদনে শুক্রবার এমনটাই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণণ নামে এক সেনা জওয়ান এ অভিযোগ করেন আদালতে। তিনি জানান, তার দাদা গোবিন্দস্বামী খুনে অভিযুক্ত ছিল। মামলা চলাকালীন গোবিন্দস্বামীর মৃত্যু হয়। কিন্তু তার বদলে ভাই কৃষ্ণণের ‘ডেথ সার্টিফিকেট’ দেয় পুলিশ।

এমনকি খুনি হিসেবেও তার নামই সামনে আনা হয়। চিন্নাস্বামী নামের এক ব্যক্তির খুনের ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজন ছিল গোবিন্দস্বামী।

তার আরো দুই ভাইও এ ঘটনায় গ্রেফতার হয়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। বিচারাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় গোবিন্দস্বামীর। কিন্তু কৃষ্ণণের নাম জুড়ে দেয়া হয় সেই তালিকায়। তাকে মৃত বলেও দেখানো হয়।

শুক্রবার এ বিষয়ে মামলা করে কৃষ্ণণ। তার অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। মিথ্যা প্রমাণিত হলে কৃষ্ণণের বিরুদ্ধেও নেয়া হবে আইনি ব্যবস্থা।



মন্তব্য চালু নেই