আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-১০

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিআরটিসির যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপারসহ ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোড মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার জিয়াউর রহমান মিন্টুর ছেলে বাসের হেলপার নাজির উদ্দিন নাছিম (১৬) ও নওগাঁ জেলার পতিœতলা উপজেলার ডাবলুর ছেলে রাশমিন (২৩)। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী একটি বাস নওগাঁ জেলার সাপাহার যাচ্ছিল। পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোড মোড়ে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি বটগাছের সঙ্গে খায়।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক বাসযাত্রীর মৃত্যু হয়। ফায়ার সার্ফিসের কর্মীরা বাসটির উদ্ধারের কাজ করছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায় বলে জানায় তিনি।



মন্তব্য চালু নেই