আত্রাইয়ে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী

নওগাঁর আত্রাইয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ জন মুরগী ব্যবসায়ী । এরা হলো ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে রিপন (৩৫) ও একই এলাকার মৃত লোদা মিয়ার ছেলে মুনছের (৪৫)। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার আনুমানিক রাত ৮.২০ মিনিটের দিকে মুরগী ব্যবসায়ী রিপন ও মুনছের খুলনা- পার্বতীপুর গামী খুলনা মেইল ট্রেন ধরে আহসানগঞ্জ স্টেশনে নামে।

স্টেশনে অবস্থানকালে এক জন তাদের কে জুস খেতে দেয়। জুস খাওয়ার পর তারা ২জন অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা রিপনের কাছে থেকে ২৫ হাজার টাকা ও মুনছেরের কাছে থেকে ২৩ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। রিপন ও মুনছের দুজনে মুরগী ব্যবসায়ী । তারা আহসানগঞ্জ হাট থেকে পাইকারী মুরগী কেনার জন্য আত্রাই এসেছিল।

এ বিষয়ে আহসানগঞ্জ স্টেশন মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। সেই সাথে দুজনকে হাসপাতালে নেওয়ার জন্য স্টেশন মাষ্টার কে অনুরোধ করেছি।



মন্তব্য চালু নেই