আত্মবিশ্বাসী মাশরাফি ভারতবধে প্রত্যয়ী

এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট বুধবার থেকে মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারত।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতবধে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে হলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। ম্যাচে ফল কী হবে, সেটা চিন্তা না করে আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটা চিন্তা করেই আমাদের পরিকল্পনা করছি। নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে।’

রঙিন জার্সিতে ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে টি-টোয়েন্টিতে সেভাবে পারেনি। মূলত টি-টোয়েন্টি খেলাটাই আয়ত্বে আনতে পারেনি টিম বাংলাদেশ! অবশ্য বাংলাদেশের টি-টোয়েন্টি পথচলা বেশি দিনেরও নয়। ২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরের ২২ জানুয়ারি ম্যাচটি ছিল ৫০তম। রেকর্ড বলছে, বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। ৫০ ম্যাচে জয়-পরাজয়ের অনুপাত ১৫ : ৩৪। এক ম্যাচে কোনো ফল আসেনি।

তবে ক্রিকেট দলকে বদলে ফেলার কারিগর মাশরাফি মনে করেন পুরনো ব্যর্থতার কথা ভুলেই সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। টাইগার দলপতির ভাষ্য, ‘ব্যর্থতা নিয়ে না ভেবে ক্রিকেট খেলাটা নিয়ে ভাবলেই আমরা এগিয়ে যেতে পারব। টি-টোয়েন্টিতে আমরা অনেক কিছুই করতে পারিনি, এটা সত্যি কথা। পারিনি ভেবে সব সময় খেলতে থাকলে কখনোই আমরা পারব না। আমরা ওয়ানডেতে যেটা করেছি, সেটা এখানেও করতে চাই। আমরা যদি সেটা করতে পারি, অবশ্যই আমরা ভালো করব। এটা হতে পারে এখন থেকেই। আবার কিছু দিন পরও হতে পারে। এ মুহূর্তে যেটা দরকার, মাঠে বাইরের কথা না ভেবে শুধু মাঠের খেলায় মনযোগী হওয়া।’

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগের থেকেই শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষের পর খুলনাতে ক্যাম্প করে বাংলাদেশ। এরপর দল চলে যায় চট্টগ্রামে। সেখানে দীর্ঘদিন ক্যাম্প করে ২০ জানুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলায় ক্যাম্প শুরু করে বাংলাদেশ।

ট্রেনিংয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘দীর্ঘদিনের ট্রেনিংয়ে ব্যক্তিগত ও বিশেষ কিছু অনুশীলন করেছি। ক্যাম্পে আমাদের মনযোগ পুরোপুরি ক্রিকেটেই ছিল। আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা মাঠে রূপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটা করতে পারলে খুব ভালো ফল হবে।’



মন্তব্য চালু নেই